Song Name: Jodi Abar ( যদি আবার )
Singer: Angel Noor
Music Arrangement: Asif Ahmed
Guitarists: Adeeb Hasan & Sadman Shakib Ayan
Mix master : Sahrin Shahriar
Lyrics & Composition: Angel Noor.
Lyric :
মেঘলা দিন
তোমাকে ভেবে কেটে যায় রঙিন
ফেলে আসা ভালবাসা মলিন
তবুও মনে পড়ে যায়....
চায়ের কাপ
তোর আমার যতো স্মৃতির চাপ
হিসেব মেলানো কঠিন...
যদি আবার ,দেখা হয় তোমার আমার
ভুলে যেও সব অভিমান
ছিলো যতো ঝণ
আছি আজো ,আমি শুধুই তোমার
জানি তুমি অন্য কারো
আমি দিশাহীন।
আমার মন খারাপের সুর
মিশে গেছে যতোদুর।
তুমি শুনতে কি পাও ,এই গান।
যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে
তবে হোক আজই প্রতিক্ষার অবসান।
লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দুচোখ।
ভুলে যাওয়া যতো গল্প আজ
প্রেম হয়ে ফিরে যায়।
আড়াল হোক লুকিয়ে রাখা যতো কষ্ট সব।
শিশির হয়ে ফিরে যাক।
যদি আবার দেখা হয় তোমার আমার
মনে করো সেই মন ভাঙা গল্প-গান
আছি আজও আমি শুধুই তোমার ,জানি তুমি অন্য কারো
আমি দিশাহীন।
1 Reviews
Taka diye kinte parbo na vai 🙂
উত্তরমুছুন